০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
ফেনী ইদ্রিসিয়া আবাসিক হোটেলে অভিযান  ৪ পতিতাসহ ২ খদ্দের আটক
  • Updated Oct 28 2023
  • / 570 Read

 

নিজস্ব প্রতিনিধি;  
ফেনী ইদ্রিসিয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪ পতিতা ও ২ খদ্দেরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে তাদেরকে আটক করা হয়। 


জানা যায়, জুয়া ও অসামাজিক কার্যকলাপ হচ্ছে খবর পেয়ে স্থানীয় এক সংবাদকর্মী জেলা প্রশাসককে অবহিত করেন। জেলা প্রশাসক তাৎক্ষণিক ভাবে জেলা গোয়েন্দা পুলিশকে ঘটনাস্থলে পাঠান।
গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে এসে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অপরাধে ৪ পতিতাসহ ২ খদ্দেরকে আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করেন। 
ফেনী মডেল থানার পুলিশ আটককৃতদের আদালতে প্রেরণ করে। আটককৃতরা হলো; মো: সাগর (২৪), ইউছুফ নবি কাউছার (২৮), বিথি আক্তার (৩০), তানিয়া আক্তার (২৩) পিতা আলাউদ্দিন, বিবি আয়শা (২৮), জান্নাত ইসলাম (২০)।


ইদ্রিসিয়া আবাসিক হোটেলের মালিক ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের ৯নং ওয়ার্ড (আলোকদিয়া) মেম্বার ফরিদ আহমেদ টিটো ও তার ভাই মিঠু। টিটো আর মিঠু দীর্ঘদিন থেকে ফেনীতে হোটেল ব্যবসার আড়ালে পতিতার রমরমা বাণিজ্য চালিয়ে আসছে। জানা যায় টিটো মিঠুর পিতাও হোটেল ব্যবসার সাথে জড়িত ছিলেন।  ইদ্রিসিয়া হোটেলে এর আগেও বহুবার আইনশৃংখলা বাহিনী অভিযান চালিয়েছে। প্রতিবারে গনিকাসহ খদ্দের আটক করা হলেও এরা এই ব্যবসা থেকে পিছিয়ে আসেনি। টিটো মিঠু ফেনীতে মনিহার ও স্টার ভিউ নামে দুটি আবাসিক হোটেল ও পুলিশ কোয়াটার পাঠান বাড়ি এলাকায় বাসা ভাড়া নিয়ে পতিতা ব্যবসা পরিচালনা করার অভিযোগ রয়েছে। এরা হোটেলে পতিতা ব্যবসার পাশাপাশি জুয়া ও মাদকের আসর বসানোর অভিযোগ রয়েছে।

Tags :

Share News

Copy Link

Comments *